আমদাবাদ: সেনাবাহিনী ও অন্য নিরাপত্তা বাহিনীগুলি তাদের দায়িত্ব পালন করছে, কার্যকর ভূমিকা নিচ্ছে, তারা কখনই কোনও ভারতীয়ের মাথা লজ্জায় হেঁট হতে দেবে না। জম্মুতে সেনা ছাউনিতে সন্ত্রাসবাদী হামলা দমনে নিরাপত্তাবাহিনীর অভিযানের মধ্যেই এ কথা বলেন রাজনাথ সিংহ। তিনি বলেন, অভিযান চলছে বলে খবর পেয়েছি। তা শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা উচিত নয়। তবে নিশ্চিত থাকুন, ওরা যথাযথ ভাবেই কাজ করছেন, দায়িত্ব সামলাচ্ছেন। কখনই কোনও ভারতীয়ের লজ্জায় মাথা নত হয়, তা হতে দেবেন না।
শনিবার ভোরে জ্ম্মুর সুঞ্ঝওয়ানের সেনা ক্যাম্পে সন্ত্রাসবাদী হামলায় এ পর্যন্ত দুজন জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) নিহত হয়েছেন, জখম হয়েছেন কর্নেল পদমর্যাদার এক অফিসার ও এক সেনাকর্মীর মেয়ে।
স্বরাষ্ট্রমন্ত্রী এ ঘটনার ব্যাপারে জম্মু ও কাশ্মীর পুলিশ প্রধানের সঙ্গে ফোনে কথা বলে হাল হকিকত্ জেনে নেন। তাঁর অফিস থেকে ট্যুইট করে জানানো হয়, স্বরাষ্ট্রমন্ত্রী জম্মু ও কাশ্মীর পুলিশের ডিরেক্টর জেনারেল এস পি বৈদের কাছে বিস্তারিত তথ্য জানতে চান। ডিজিপি পরিস্থিতি সম্পর্কে তাঁকে রিপোর্ট দেন। স্বরাষ্ট্রমন্ত্রক পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে।
নিরাপত্তাবাহিনী যথাযথ ভাবেই দায়িত্ব সামলাচ্ছে, কোনও ভারতীয়র মাথা হেঁট হতে দেবে না, আশ্বাস রাজনাথের
Web Desk, ABP Ananda
Updated at:
10 Feb 2018 06:37 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -