উধগমন্দলম: তামিনলাড়ুর কোডানাদ অঞ্চলে যে বাংলোতে প্রায়ই যেতেন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতা, সেই বাংলোর নিরাপত্তারক্ষী খুন হলেন। এক অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদল ওই বাংলোয় চুরি করতে ঢুকে বাধা পেয়েই নিরাপত্তারক্ষীকে খুন করে। তাদের হামলায় অপর এক নিরাপত্তারক্ষীও জখম হয়েছেন।
পুলিশ সূত্রে খবর, দুষ্কৃতীরা দামী জিনিসপত্রের পাশাপাশি বেশ কিছু নথিও চুরি করতে এসেছিল। আজ সকালে একটি চা বাগানের শ্রমিকরা ওম বাহাদুর নামে খুন হওয়া নিরাপত্তারক্ষী এবং জখম কিশোর বাহাদুরকে বাংলোর বাইরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁদের হাত-পা বাঁধা ছিল। খবর পেয়ে সুপার মুরলী রম্বা সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে যান। কিশোরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় মানুষজন জানিয়েছেন, দুটি গাড়িতে চড়ে ১০ জন দুষ্কৃতী ওই বাংলোয় এসেছিল। পুলিশ জানিয়েছে, নীলগিরি জেলার সব চেকপোস্ট এবং কর্ণাটক ও কেরল পুলিশকেও সতর্ক করে দেওয়া হয়েছে। তদন্ত শুরু হয়েছে। দুষ্কৃতীদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রায়ই যেতেন জয়ললিতা, সেই বাংলোর নিরাপত্তারক্ষী খুন
Web Desk, ABP Ananda
Updated at:
24 Apr 2017 04:05 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -