৬৩-র বিধবাকে 'ধর্ষণ', চড় স্ত্রীর, গ্রেফতার বেসরকারি নিরাপত্তা এজেন্সি কর্মী
Web Desk, ABP Ananda
Updated at:
22 Jan 2018 07:27 PM (IST)
রায়গঞ্জ: ছত্তিশগড়ের রায়গড়ে ৬৩ বছর বয়সি বিধবাকে ধর্ষণ প্রতিবেশীর। পুলিশ সূত্রের খবর, ধর্ষণে অভিযুক্ত ব্যক্তি ২৫ বছর বয়সি এক বেসরকারি নিরাপত্তা এজেন্সির কর্মী। নাম সঞ্জয় ঠাকুর। তাকে গ্রেফতার করা হয়েছে।
প্রাথমিক তদন্তে প্রকাশ, কোতোয়ালি থানার অধীন কেভদা বাড়ি এলাকায় দিনকয়েক আগে রাতে বৃদ্ধা যখন বাড়িতে একা ঘরে ঘুমিয়েছিলেন, চুপিসারে সঞ্জয় সেখানে ঢুকে তাঁকে ধর্ষণ করে। ধর্ষিতার আর্তনাদ শুনে সঞ্জয়ের স্ত্রী কী হয়েছে জানতে সেখানে ছুটে গিয়ে দেখেন, স্বামীই কুকর্মে লিপ্ত। স্বামীকে চড় কষিয়ে টানতে টানতে বাড়ি নিয়ে যান তিনি।
ধর্ষিতার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় (ধর্ষণ) মামলা দায়ের করা হয়। স্থানীয় আদালত গ্রেফতার সঞ্জয়কে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -