মুম্বই: নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বাসভবন ‘মাতোশ্রী’। দুবাই থেকে গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের নামে হুমকির ফোন আসার পরেই নেওয়া হয়েছে এই তৎপরতা। সূত্রের খবর, শনিবার রাতে বান্দ্রার ‘মাতোশ্রী’র ল্যান্ডলাইন নম্বরে বার কয়েক ফোন আসে। টেলিফোন অপারেটরকে এক ব্যক্তি জানান, তিনি দুবাই থেকে দাউদ ইব্রাহিমের হয়ে কথা বলছেন। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে কথা বলতে চান দাউদ।পাশাপাশি, ‘মাতোশ্রী’কে উড়িয়ে দেওয়ার হুমকিও দিয়েছে ওই লোকটি।

তবে এমন ফোন এসে থাকলেও বান্দ্রা ইস্ট এলাকায় মুখ্যমন্ত্রীর বাসভবন উড়িয়ে দেওয়ার হুমকির কথা খারিজ করেছেন রাজ্যের মন্ত্রী তথা শিবসেনা নেতা অনিল পরব।

মন্ত্রীর কথায়, ‘যে লোকটি ফোন করেছিল সে শুধুমাত্র মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতেই চেয়েছিল। বাড়ি উড়িয়ে দেওয়ার কথা সে বলেনি। আমরা বিষয়টি পুলিশকে জানিয়েছি। তারা তদন্তে নেমে ওই কল সম্পর্কে খোঁজ নিচ্ছে এবং সেই ব্যক্তি আদৌ দাউদের দলের সদস্য কি না,  সেটাও খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত এমন হুমকি দেওয়ার সাহস কারও হয়নি এবং সরকার এমন ব্যক্তিকে ছেড়েও দেবে না।’

যাই-ই হয়ে থাকুক, বিষয়টিকে হালকাভাবে না নিয়ে ‘মাতোশ্রী’কে নিরাপত্তায় মুড়ে ফেলেছে মুম্বই পুলিশ। এছাড়াও মুখ্যমন্ত্রীর সরকারি আবাসন ‘বর্ষা’য়ও বাড়ানো হয়েছে নিরাপত্তা।রাজ্যের এজেন্সিগুলিকে সতর্ক করা হয়েছে। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, যুব সেনা নেতা আদিত্য ঠাকরে সহ পরিবারের সদস্যদের নিরাপত্তা বাড়ানো হয়েছে। অন্যদিকে, ফোনটি কে করেছিল এবং দুবাই থেকে এসেছিল কিনা তা সত্যতা যাচাইয়ের জন্য তদন্ত শুরু করেছে পুলিশ।