ভোপাল: পাকিস্তান ক্রিকেট দলের জয়ে উৎসব পালন করার অভিযোগে আটক ১৫ জনের বিরুদ্ধে লাগানো দেশদ্রোহিতার ধারা প্রত্যাহার করল মধ্যপ্রদেশ পুলিশ।


ঘটনার সূত্রপাত গত রবিবার। অভিযোগ, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাক দল জয়ী হওয়ার পরই বুরহানপুর জেলার মোহাদ শহরে কয়েকজন স্থানীয় বাসিন্দা পাকিস্তানের হয়ে স্লোগান তুলতে শুরু করে।


একইসঙ্গে বাজি পুড়িয়ে তারা পাক দলের জয়ের আনন্দ উদযাপন করেও বলে অভিযোগ। পুলিশের দাবি, অভিযুক্তরা ভারত-বিরোধী স্লোগানও তোলে। অভিযোগ পেয়ে ১৫ জনকে গ্রেফতার করে পুলিশ।


তাদের বিরুদ্ধে দেশদ্রোহিতা ও অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা দায়ের করা হয়। সোমবার তাদের আদালতে পেশ করা হলে, বিচারক তাদের জেলহাজতে পাঠিয়ে দেন।


এদিন বুরহানপুর পুলিশ সুপার আরআরএস পরিহার জানান, অভিযুক্তদের বিরুদ্ধে আগে আরোপ করা ভারতীয় দণ্ডবিধির ১২৪-এ ধারা (দেশদ্রোহিতা) সরিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য ১৫৩-এ ধারা জোড়া হয়েছে।


তিনি বলেন, পুলিশি তদন্তে উঠে এসেছে যে, অভিযুক্তরা যা করেছেন, তা কখনই দেশদ্রোহিতার অপরাধের সামিল নয়। তাছাড়া, তাদের অতীতে কোনও অপরাধমূলক রেকর্ডও ন