নয়াদিল্লি: ২০১৬-র ৯ ফেব্রুয়ারির বিতর্কিত ঘটনায় উমর খালিদের বহিষ্কার, কানহাইয়া কুমারের ১০ হাজার টাকার জরিমানার সাজা বহাল রাখল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি। সেদিনের ঘটনায় ২০০১ এর সংসদ চত্বরে জঙ্গি হামলা মামলায় দোষী ঘোষিত আফজল গুরুর ফাঁসির বিরোধিতার পাশাপাশি ভারত-বিরোধী স্লোগান উঠেছিল বলে অভিযোগে সরগরম হয় গোটা দেশ। গোটা অনুষ্ঠানে জড়িত থাকার দায়ে দিনকয়েক বাদেই কানহাইয়া, খালিদ ও অনির্বাণ ভট্টাচার্য, এই তিনজনকে রাষ্ট্রদোহিতার অভিযোগে গ্রেফতার করা হয়। তাঁরা এখন জামিনে জেলের বাইরে রয়েছেন।
আফজলের প্রতি সহানুভূতি জানিয়ে অনুষ্ঠিত ঘটনার ব্যাপারে খালিদ ও আরও ২ পড়ুয়াকে বহিষ্কার ও সেই সময়কার ছাত্র ইউনিয়নের সভাপতি কানহাইয়া কুমারের ১০ হাজার টাকা ফাইনের সুপারিশ করে বিশ্ববিদ্যালয়ের এক কমিটি। ৫ সদস্যের কমিটি শৃঙ্খলাভঙ্গের দায়ে আরও ১৩ পড়ুয়ার বিরুদ্ধেও আর্থিক জরিমানার সিদ্ধান্ত নেয়।
এর বিরুদ্ধে পড়ুয়ারা দিল্লি হাইকোর্টে আবেদন করেন। আদালত জেএনইউ প্রশাসনকে উচ্চ পর্যায়ের কর্তৃপক্ষকে দিয়ে কমিটির সিদ্ধান্ত খতিয়ে দেখার নির্দেশ দেয়। সেই কর্তৃপক্ষ আজ শাস্তি বহাল রাখে। তবে কিছু পড়ুয়ার জরিমানার অঙ্ক কমানো হয়েছে বলে খবর।