ঐশ্বর্যার সৌন্দর্য নিয়ে কী বলছেন রেখা? পড়ুন
ABP Ananda, Web Desk | 17 Oct 2016 01:16 PM (IST)
মুম্বই: “ঐশ্বর্যার জন্মের আগে তাঁর মা বৃন্দা রাই শুধু আমার ফটো দেখতেন। আর তার ফল তো হাতে হাতে দেখছেন আপনারা”। এভাবেই ঠিক নিজস্ব ভঙ্গিমায় প্রাক্তন বিশ্বসুন্দরীর রূপের প্রশংসা করলেন অভিনেত্রী রেখা গণেশন। দিনকয়েক আগে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন ঐশ্বর্যা রাই বচ্চন। রেখাও ছিলেন সেখানে। বলিউডের সবথেকে গ্ল্যামারাস মহিলা তারকার পুরস্কার ঐশ্বর্যার হাতে তুলে দেন ভারতীয় ছবির চিরকালীন ‘উমরাও জান’। তখনই ঐশ্বর্যার রূপের তাঁর এই অভিনব প্রশংসায় দর্শকরা তো বটেই, ঐশ্বর্যাও হাসিতে ফেটে পড়েন। সুন্দরীদের মধ্যে রেষারেষির খবর নতুন কিছু নয়। কিন্তু ঘটনা হল, রেখা ও ঐশ্বর্যার সম্পর্ক যথেষ্ট উষ্ণ। এ বছরই অন্য এক অনুষ্ঠানে রেখার হাত থেকে পুরস্কার নেওয়ার সময় তাঁকে ‘মা’ বলে সম্বোধন করেন প্রাক্তন বিশ্বসুন্দরী।