হোসাঙ্গাবাদ: আহা, চোর বলে কী মানুষ নয়! মানিব্যাগে মায়ের ছবি দেখে চোরের চোখে কি জল আসতে পারে না!
চুরি যাওয়া ওয়ালেট ফেরত পেয়ে হতবাক মধ্যপ্রদেশের হোসাঙ্গাবাদের বাসিন্দা মহম্মদ আসলাম। ২৫ জুলাই দিল্লির মটকেওয়ালি গলিতে ওয়ালেট খুইয়েছিলেন। সেই ওয়ালেট দিনকয়েক আগে কুরিয়ারে ফিরে এসেছে তাঁর বাড়ি।
চুরি যাওয়ার সময় ওয়ালেটে ছিল ১,২০০ টাকা, প্যান কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স ও আরও কিছু জরুরি কাগজপত্র। সবই ফিরেছে শুধু ওই ১,২০০ টাকা বাদ দিয়ে।
ওয়ালেটের ভেতরে ছিল একটি চিরকুট। তাতে লেখা ফোন নম্বরে ফোন করেন আসলাম। ওপাশের ব্যক্তি জানায়, অর্থাভাবের কারণে টাকাটা নিতে বাধ্য হয়েছে সে। আসলাম জিজ্ঞেস করেন, ওয়ালেটটাই বা ফেরত দিল কেন। জবাবে আসে, ওয়ালেটের ভেতরে আসলামের মায়ের ছবি দেখে সেটা সে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কারণ মাকে তো সেও ভালবাসে! তোমার মাও নিশ্চয় তোমাকে খুব ভালবাসেন। আসলামকে বলেছে ওই ব্যক্তি।
ভেতরে মায়ের ছবি, চুরি করা ওয়ালেট ফেরত দিল আবেগাপ্লুত চোর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Sep 2017 01:42 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -