গতকাল উত্তর কাশ্মীরের উরি শহরে সেনাবাহিনীর ব্যাটলিয়নের সদর দফতরে হামলা চালায় সশস্ত্র জঙ্গিরা। পঠানকোটের ধাঁচে এই হামলায় সেনাবাহিনীর প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। চার জঙ্গিকে নিকেশ করতে সক্ষম হয়েছেন সেনা জওয়ানরা। তবে আরও বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে সন্দেহ করছেন নিরাপত্তারক্ষীরা।
উরির এই হামলা সাম্প্রতিক সময়ে ভারতের মাটিতে অন্যতম ভয়াবহ হামলা। উরি শহরেরই মোহরা অঞ্চলে দু বছর আগে জঙ্গি হামলা হয়েছিল। তারপর ফের হামলা চালানো হল।
একটি বিদেশি সংবাদ সংস্থা হামলাকারী জঙ্গিদের ‘বিদ্রোহী’ বলে উল্লেখ করেছে। ট্যুইটারে তারই প্রতিবাদ জানিয়েছেন সহবাগ। তিনি লিখেছেন, ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে হামলা চালিয়েছে জঙ্গিরা। পাকিস্তানি নাগরিকদেরও জঙ্গিদের বিরুদ্ধে সরব হওয়ার আহ্বান জানিয়েছেন সহবাগ।