নয়াদিল্লি: এবার টাকা মিলবে পেট্রোল পাম্পেও। নির্দিষ্ট কিছু পেট্রোল পাম্প থেকে ডেবিট কার্ড সোয়াইপের মাধ্যমে তোলা যাবে ২০০০ পর্যন্ত নগদ টাকা। দেশের ২,৫০০ পেট্রোল পাম্পে আপাতত মিলবে এই সুবিধা।
নোট সমস্যার সমাধানে কেন্দ্রের নয়া পদক্ষেপ। রাষ্ট্রায়ত্ব তেল সংস্থাগুলির সঙ্গে এসবিআই-এর যৌথ উদ্যোগে এই সিদ্ধান্ত।
রাষ্ট্রায়ত্ব তেল সংস্থাগুলির সঙ্গে বৃহস্পতিবার বৈঠকে বসেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান অরুন্ধতী ভট্টাচার্য। সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, যেসব পেট্রোল পাম্পে এসবিআই-এর পিওএস মেশিন আছে, সেখান থেকে দৈনিক কোনও ব্যক্তি সর্বাধিক ২০০০ টাকা পর্যন্ত তুলতে পারবেন। এখন আড়াই হাজার পেট্রোল পাম্পে এই সুবিধা পাওয়া গেলেও তা শীঘ্রই বাড়িয়ে ২০ হাজার করার চেষ্টা হবে বলে জানা গিয়েছে।
এবার নির্দিষ্ট কিছু পেট্রোল পাম্প থেকে ডেবিট কার্ডে তোলা যাবে টাকা
Web Desk, ABP Ananda
Updated at:
17 Nov 2016 11:53 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -