হিসার (হরিয়ানা): দুটি খুনের মামলায় আদালতে দোষী সাব্যস্ত স্বঘোষিত গডম্যান রামপাল। হিসারের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক ডি আর চালিয়া রামপাল ও তাঁর কয়েকজনকে অনুগামী আজ দোষী বলে ঘোষণা করেন। সাজা ঘোষণা হবে ১৬ ও ১৭ অক্টোবর।
২০১৪-র ১৯ নভেম্বর হিসারের বাওয়ানা টাউনে রামপালের সতলোক আশ্রমে মৃত অবস্থায় চার মহিলা ও একটি বাচ্চা উদ্ধার হলে রামপাল, তাঁর ২৭ ভক্তকে তাদের খুন ও অন্যায় ভাবে আটকে রাখায় অভিযুক্ত করা হয়। হত্যা, হত্যার চেষ্টা, ষড়যন্ত্র, বেআইনি অস্ত্রশস্ত্র কাছে রাখা ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গ্রেফতার করা হয় তাঁকে। সতলোক আশ্রমের প্রধান রামপাল ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে চূড়ান্ত যুক্তি পেশ, শুনানি শেষ হয় গত সোমবার।
রামপাল ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের হয় তাঁর আশ্রমে ফের এক মৃত মহিলার খোঁজ মেলার পর।
রামপালের কৌঁসুলি জানান, যে ডাক্তাররা মৃতদের ময়না তদন্ত করেছেন, তাঁরা সহ মোট ৮০ জন বিচার প্রক্রিয়ায় সাক্ষ্য দিয়েছেন।
আদালতে তিনি দোষী ঘোষিত হলে রামপালের ভক্তরা তাণ্ডব চালাতে পারে, এহেন আশঙ্কা থাকায় অতীতের অভিজ্ঞতা মাথায় রেখে পরিস্থিতি সামলাতে হিসার ও তার আশপাশে আগেভাগেই আধাসামরিক বাহিনী ছাড়াও ৪ হাজারের বেশি পুলিশকর্মী মোতায়েন করে প্রশাসন। সোমবার জেলায় ফৌজদারি দণ্ডবিধির ১৪৪ ধারায় নিষেধাজ্ঞামূলক নির্দেশও জারি করা হয়।
আদালত অবমাননার অভিযোগে পঞ্জাব ও হরিায়ানা হাইকোর্টের নির্দেশে এর আগে রামপালকে গ্রেফতার করতে গেলে তাঁর ভক্তদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
দুটি খুনের মামলায় আদালতে দোষী সাব্যস্ত স্বঘোষিত গডম্যান রামপাল, সাজা ঘোষণা ১৬ ও ১৭-ই
Web Desk, ABP Ananda
Updated at:
11 Oct 2018 02:54 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -