নয়াদিল্লি: ভাইয়ের অভিযোগের ভিত্তিতে চুরির অভিযোগে গ্রেফতার হলেন স্বঘোষিত গডম্যান স্বামী ওম ওরফে বিনোদানন্দ ঝা। তাঁর ভাই প্রমোদ ঝা-র অভিযোগ, ৯ বছর আগে তাঁর দোকান থেকে সাইকেল ও কিছু নথি চুরি করেন প্রাক্তন বিগ বস প্রতিদ্বন্দ্বী। গত বছর দিল্লির সাকেত আদালত স্বামী ওমকে অপরাধী ঘোষণা করে। তাঁর বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এরপর বুধবার তাঁকে গ্রেফতার করল পুলিশ। ২০০৮ সালের নভেম্বরে লোধি কলোনি থানায় স্বামী ওমের বিরুদ্ধে এফআইআর করেন প্রমোদ। তাঁর অভিযোগ, তিনজনকে সঙ্গে নিয়ে তাঁর সাইকেলের দোকানের তালা ভেঙে ১১টি সাইকেল, দামী জিনিসপত্র, বাড়ি বিক্রির নথি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি করেন স্বামী ওম। তিনি উত্তর-পূর্ব দিল্লির ভজনপুরা অঞ্চলে একটি বাড়িতে লুকিয়েছিলেন। সেখান থেকে তাঁকে গ্রেফতার করেছে লোধি কলোনি থানা ও অপরাধ দমন শাখার আন্তঃরাজ্য বিভাগের যৌথ দল।