চলপতি রাওয়ের ওপর ২০ লাখ টাকা পুরস্কারমূল্য ঝুলছে, তাঁর স্ত্রী অরুণারও মাথার দাম ৫ লাখ টাকা। ভাইজাগ ও পূর্ব গোদাবরী এলাকা সহ গোটা পূর্ব ডিভিশনে মাওবাদীদের সচিব হিসেবে কাজ করেন চলপতি। পুলিশ জানাচ্ছে, মাওবাদী কেন্দ্রীয় কমিটির কড়া নির্দেশ রয়েছে, কোনও নেতার কোনও ছবি থাকবে না, কারণ ছবি বা ও রকম কোনও সূত্র থাকলে পুলিশ তাঁদের কাছে পৌঁছে যেতে পারে। তা সত্ত্বেও কলেজ পড়ুয়াদের মত সেলফি নেশায় জড়িয়ে পড়ে এই দুই শীর্ষস্তরের মাও নেতানেত্রী মারাত্মক ভুল করে ফেলেছেন বলে মনে করছে পুলিশ।
আজাদ নামে যে মাওবাদী নেতার ল্যাপটপে সস্ত্রীক চলপতির ছবি পাওয়া গেছে, সম্পর্কে তিনি অরুণার ভাই। তিনি ও আরও দুই মাও নেতা চৌঠা মে, ভাইজাগের মারিপাকুলু এলাকায় পুলিশের গ্রেহাউন্ড ফোর্সের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান। অস্ত্রশস্ত্র ও কিট ব্যাগ ছাড়াও তাঁদের কাছ থেকে উদ্ধার হয় ওই ল্যাপটপ, যাতে চলপতির ছবি রয়েছে।