পালাক্কড়: কেরলের পালাক্কড় জেলায় গণপিটুনিতে মৃত্যু বছর পঁয়ত্রিশের এক আদিবাসী যুবকের। পালাক্কড়ের জঙ্গল এলাকা আগালিতে কয়েকটি দোকান থেকে জিনিসপত্র চুরির অভিযোগে এই যুবককে নৃশংসভাবে মারধর করা হয় বলে পুলিশ জানিয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হল, যখন ওই যুবককে বেঁধে মারধর করা হচ্ছে, তখন স্থানীয়রা সেলফি তুলেছেন।
মৃত যুবক মানসিকভাবে অসুস্থ বলে সন্দেহ। তাঁর নাম মধু। কয়েকমাস ধরে মুক্কালি এলাকায় থাকছিলেন তিনি। ওই এলাকায় তাঁকে প্রায়শই ঘুরে বেড়াতে দেখা যেত। ওই যুবক চুরি করেছে, এই সন্দেহে তাঁকে গত বৃহস্পতিবার মারধর করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় জনতা।
কয়েকটি টেলিভিশন চ্যানেলে হাত বাঁধা অবস্থায় মধুর সঙ্গে স্থানীয়দের সেলফি তোলার দৃশ্য সম্প্রচারিত হয়েছে। পুলিশ মধুকে চিকিত্সার জন্য দ্রুত আগালির সরকারি হাসপাতালে নিয়ে যাওযার চেষ্টা করে। কিন্তু বমি করে মধু লুটিয়ে পড়েন এবং পুলিশের জিপেই তাঁর মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয় বলে পুলিশ জানিয়েছে।
এই ঘটনায় মামলা রুজু করে কয়েকজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। ধৃতদের জেরা করা হচ্ছে এবং এর ভিত্তিতে অভিযুক্তদের গ্রেফতার করা হবে। মৃত মধুর দেহের ময়নাতদন্ত হয়েছে।
মধুর আত্মীয়রা টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন, তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। বেশ কয়েকমাস বাড়িছাড়া হয়ে যান তিনি। তাঁরা দোষীদের কঠোর শাস্তি দাবি করেছেন।
মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এই ঘটনার কঠোর নিন্দা করেছেন এবং বলেছেন, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে রাজ্য পুলিশের ডিজি-কে নির্দেশ দেওয়া হয়েছে। বিজয়ন বলেছেন. সভ্য সমাজে এ ধরনের ঘটনা বরদাস্ত করা যায় না।
কেরলে আদিবাসী যুবককে বেঁধে গণপিটুনির সময় সেলফি স্থানীয়দের, হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Feb 2018 01:20 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -