চণ্ডীগড়: খালের ধার দিয়ে হাঁটছিল ৩ জন। তারপর সেই সেলফি তোলার উৎসাহ। হুড়োহুড়িতে ফোন পড়ে যায় খালের জলে। আর তা তুলতে গিয়ে জলে ডুবে প্রাণ হারাল পঞ্জাবের ২ ছাত্রী। সেলফি সংক্রান্ত মৃত্যুতে নয়া সংযোজন।
মৃত কিশোরীদের নাম নিশা ও লাভপ্রীত। গুরুদাসপুর জেলার কাহ্নুয়ান এলাকার সাথিয়ালি গ্রামের বাসিন্দা তারা। তাদের সঙ্গে ছিল চোদ্দ বছরের আরও একটি মেয়ে। আজ সকাল সাতটা নাগাদ ঘটেছে এই দুর্ঘটনা। সেলফি তোলার সময় নিশা বা লাভপ্রীত- কারও একজনের ফোন সাথিয়ালি খালের জলে পড়ে যায়। সেটি তুলতে খালে নামে সে। তখনই ভেসে যায় স্রোতে।
তাকে বাঁচাতে অন্য মেয়েটিও জলে লাফিয়ে পড়ে। সেও তখনই ভেসে যায়। ১৪ বছরের মেয়েটি গ্রামে ফিরে খবর দেয় দুর্ঘটনার।
খালের জলে ডুবুরি নামিয়ে নিশা ও লাভপ্রীতের দেহ উদ্ধারের চেষ্টা চলছে। সেনার ডুবুরিদেরও সাহায্য চাওয়া হয়েছে। কিন্তু দুজনের কারও এখনও সন্ধান মেলেনি।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
সেলফি তোলার হুড়োহুড়ি ফের কাড়ল প্রাণ, পঞ্জাবে খালে তলিয়ে গেল ২ কিশোরী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Jul 2017 05:56 PM (IST)
প্রতীকী ছবি
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -