কলকাতা: গোরক্ষা নিয়ে গোটা দেশে বিতর্ক চলছে। এরই মধ্যে গরুর প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে এক অদ্ভুত পরিকল্পনা নিয়েছে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংস্থা। তারা এনেছে নতুন প্রতিযোগিতা সেলফি উইথ আ কাউ বা কাউফি।


সংস্থাটির নাম গো সেবা পরিবার। এদের বক্তব্য, এই পরিকল্পনায় ভালই সাড়া মিলেছে।

গো সেবা পরিবারের আরও বক্তব্য, গোরক্ষাকে ধর্ম বা রাজনীতির সঙ্গে যুক্ত করা উচিত নয়। সামাজিক ও বৈজ্ঞানিক কারণেই গোরক্ষা জরুরি। গরু থেকে আসা প্রতিটি জিনিসের বৈজ্ঞানিক মূল্য রয়েছে, তা সে দুধই হোক, গোমূত্র বা গোময়।

তাদের দাবি, গরুর সঙ্গে সেলফি প্রতিযোগিতা ও তার সঙ্গে প্রচার মানুষের মধ্যে গরুর আর্থিক ও চিকিৎসা সম্পর্কিত ইতিবাচক দিকগুলি নিয়ে মানুষকে সচেতন করবে, গোহত্যার বিরুদ্ধে তৈরি হবে জনমত।

এই প্রতিযোগিতায় যোগ দিতে গেলে মোবাইলে গোসেবা পরিবার ডাউনলোড করতে হবে। ছবি পাঠানোর শেষ তারিখ ৩১ ডিসেম্বর। ২১ জানুয়ারি ফল ঘোষণা।