জিন্দ (হরিয়ানা): এবার 'সেলফি উইথ ডটার'-এর জন্য অনলাইন মিউজিয়াম।
কন্যা সন্তানের সঙ্গে সেলফি তোলার প্রচারে এক অভিনব উদ্যোগ নিয়েছে হরিয়ানার বিবিপুর গ্রামের সরপঞ্চ। সম্প্রতি প্রথম অনলাইন মিউজিয়াম লঞ্চ করেছেন তাঁরা। দেশ বিদেশের বিভিন্ন প্রান্তের মানুষজনকে এবিষয়ে আগ্রহী করে তুলতে তাঁদের এই প্রচেষ্টা।
হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ অনলাইন এই মিউজিয়াম উদ্বোধন করেন। ভাইঝির সঙ্গে তোলা তাঁর সেলফি দিয়ে শুরু হয় প্রথম সাইটের পথচলা।
জানা গিয়েছে, মাত্র কয়েকদিনেই প্রায় ৪২০০০-এর বেশি মানুষ তাঁদের সাইট দেখেছে। ইতিমধ্যেই ৭০০-রও বেশি মেয়ের সঙ্গে সেলফি পোস্ট হয়েছে সেখানে। বিন্দু দারা সিংহ, কুস্তিগীর খালি সহ দেশ বিদেশের অনেক তারকাই এরমধ্যে সাইটটি দেখেছেন। আপলোড করেছেন ছবি।
প্রসঙ্গত, 'সেলফি উইথ ডটার'-এর অনলাইন মিউজিয়াম খোলার আইডিয়াটা প্রাক্তন গ্রাম প্রধান সুনীল জাগলানের। তাঁর স্বপ্ন ছিল গ্রামেই তৈরি হবে এমন একটি মিউজিয়াম। কিন্তু পর্যাপ্ত টাকা না থাকায় সে স্বপ্ন পূরণ হয়নি।
'সেলফি উইথ ডটার'-এর প্রথম অনলাইন মিউজিয়াম হরিয়ানায়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Jun 2016 08:50 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -