মুম্বই: মুসলিম সমাজের নেতাদের সুপ্রিম কোর্টের তিন তালাক সংক্রান্ত রায় স্বাগত জানানোর আবেদন জানালেন শিবসেনা এমপি সঞ্জয় রাউত। সর্বোচ্চ আদালত মুসলিম পুরুষদের তালাকের মাধ্যমে স্ত্রীদের ডিভোর্স দেওয়ার প্রথাকে আজ বেআইনি, অসাংবিধানিক বলে জানিয়ে দিয়েছে।
সুপ্রিম কোর্টের রায়কে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কারও দেখা উচিত নয় বলেও অভিমত জানান এই শিবসেনা সাংসদ।
বলেন, এই সিদ্ধান্তে সামগ্রিক ভাবে দেশের ভাল হবে। মুসলিম নেতারা এই সিদ্ধান্তকে স্বাগত জানান, মুসলিম মহিলাদের সুরক্ষিত ভবিষ্যত্ গঠনের ভিত্তি হিসাবে ব্যবহার করুন যাতে তাঁদের গোটা সম্প্রদায়ের উপকার হয়।
'অন্ধ' বিশ্বাসের নামে মুসলিম মহিলাদের প্রতি যে 'অবিচার' করা হয়ে থাকে, সুপ্রিম কোর্টের ঘোষণায় এবার তার অবসান হবে এবং ওঁদের সমাজের মূল স্রোতে নিয়ে আসা যাবে বলে মন্তব্য করেন রাউত।
তিনি বলেন, দেশের মুসলিম মেয়েদের সন্ত্রস্ত, ভীত থাকতে হয় তিন তালাকের জন্য। তাঁদের স্বার্থেই আজ রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। তাঁরা এবার স্বস্তির নিঃশ্বাস ফেলবেন। আমরা এই রায় স্বাগত জানাই।
তিন তালাক রায় স্বাগত জানান, মুসলিম সমাজের নেতাদের আবেদন শিবসেনার
Web Desk, ABP Ananda
Updated at:
22 Aug 2017 03:42 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -