মু্ম্বই: রাহুল গাঁধীর প্রশংসা শিবসেনার। গুজরাতে শেষ পর্যন্ত বিজেপিই সরকার গড়ার পথে এগিয়ে চলেছে। তবে রাহুল ফলের কথা না ভেবে গুজরাতের ভোটযুদ্ধে লড়েছেন বলে শিবসেনা তাদের মুখপাত্র সামনা-র সম্পাদকীয়তে মন্তব্য করল। বিজেপির সঙ্গে সম্প্রতি প্রায় সব ইস্যুতে সংঘাতে জড়ানো শিবসেনা বলেছে, রাহুল গাঁধী একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্বে কংগ্রেস সভাপতি হিসাবে দায়িত্ব নিয়েছেন। তাঁকে সবচেয়ে ভাল সাফল্যের আশায় অভিনন্দন জানানোয় নিশ্চয়ই কোনও আপত্তি থাকা উচিত নয়। এখন রাহুলকেই ঠিক করতে হবে তিনি কংগ্রেসকে সাফল্যের চূড়োয় তুলে নিয়ে যাবেন নাকি পতনের দিকে ঠেলে দেবেন। সেইসঙ্গে রাহুলকে বাহবা দেওয়ার সুরে উদ্ধব ঠাকরের দলের মুখপত্রের সম্পাদকীয়তে মন্তব্য করা হয়েছে, বাঘাবাঘা নেতাদের (বিজেপি) মুখ যখন হারের ভয়ে শুকিয়ে যাচ্ছিল, রাহুল গাঁধী তখন ফলের হিসাবে না করেই প্রচারে ঝাঁপিয়ে পড়েন। এই আত্মবিশ্বাস রাহুলকে এগিয়ে দেবে।
বিজেপি ও মোদী সরকারকে পরোক্ষে নিশানা করে শিবসেনা বলেছে, যারা বলছে, গত ৬০ বছরে দেশে কিছুই হয়নি, শুধু গত তিন বছরেই ভারত এগিয়েছে, তারা মানুষ না মূর্খের স্বর্গে রয়েছে? শ্লেষের সুরে তারা মন্তব্য করেছে, কে জানে, এবার হয়তো বলা হবে, ভারত সবে গত বছরই স্বাধীনতা পেয়েছে, ১৫০ বছরের স্বাধীনতা সংগ্রাম পুরোটাই মিথ্যা! '