মুম্বই: ফের শিবসেনার তোপের মুখে সুধীন্দ্র কুলকার্নি। শান্তি কর্মকাণ্ডের অঙ্গ হিসেবে পাকিস্তানি চিত্র-সাংবাদিকদের আমন্ত্রণ করার জন্য মঙ্গলবার দক্ষিণ মুম্বইতে তাঁর সাংবাদিক সম্মেলনকে ভণ্ডুল করার চেষ্টা করে শিব সৈনিকরা।

ঘটনাটি ঘটে মুম্বই প্রেস ক্লাবে। সেই সময় নিরাপত্তাকে উপেক্ষা করে বেশ কয়েকজন শিবসেনা কর্মী জোর করে কক্ষে ঢুকে  কুলকার্নির বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে। একইসঙ্গে, সন্ত্রাসকে মদত দেওয়ার জন্য পাক-বিরোধী স্লোগানও তুলতে শুরু করে।

ঘটনাচক্রে, সেই সময় উপস্থিত ছিলেন পাক সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। কিছুক্ষণের মধ্যেই শিবসেনা কর্মীদের গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ।

ভারত ও পাকিস্তানের চিত্র সাংবাদিকদের নিয়ে একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে কুলকার্নির সংগঠন অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশন। লক্ষ্য, ছবির মাধ্যমে শান্তির বার্তা দেওয়া। ওই প্রকল্পের নাম দেওয়া হয়েছে তসবীর-এ-করাচি, তসবীর-এ-মুম্বই।

প্রসঙ্গত, গত বছরই প্রাক্তন পাক বিদেশমন্ত্রী খুরশিদ মেহমুদ কাসুরির লেখা বই প্রকাশ অনুষ্ঠানে ঢুকে কুলকার্নির মুখে কালো কালি লেপে দিয়েছিল শির সৈনিকরা।