মুম্বই: বিজেপি জোটেই রয়েছে। কিন্তু নিয়ম করে প্রায় প্রতিদিনই বড় শরিককে খোঁচা দিয়েই চলেছে শিবসেনা। এবার কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে গত ‘১০ হাজার বছরে সবচেয়ে খারাপ জমানা’ বলে বিঁধল উদ্ধব ঠাকরের দল।


বাতিল নোট বদলাতে না পেরে দিল্লির রিজার্ভ ব্যাঙ্কের শাখা কার্যালয়ের বাইরে সম্প্রতি এক মহিলার অর্ধনগ্ন হয়ে প্রতিবাদ, বিক্ষোভের ঘটনার প্রতি ইঙ্গিত করে তারা বলেছে, একটি বিপন্ন  মহিলা দিল্লির রাস্তায় দাঁড়িয়ে সরকারের নিন্দা করছেন। মনে হয়, সরকারি পৃষ্ঠপোষকতায় আরেকটা নির্ভয়াকাণ্ড ঘটল। ওই মহিলা দেশের অসংখ্য মেয়েদের ভিতরের অবরুদ্ধ যন্ত্রণা, বেদনাকেই প্রকাশ্যে এনে দিয়েছেন বলেও দলীয় মুখপত্র সামনা-য় মন্তব্য করেছে শিবসেনা। নোট বাতিলের জেরে মহিলারা চরম দুরবস্থায় পড়লেও এর ফলে কালো টাকা নির্মূল করা যাবে বলে ভেবে থাকলে বিজেপি নেতারা মূর্খের স্বর্গে বাস করছেন, এমন কটাক্ষও করেছে তারা।


শিবসেনার সমালোচনার নিশানায় রয়েছেন দেবেন্দ্র ফঢ়নবিশ। সামনায় বলা হয়েছে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে আমরা প্রশ্ন করছি, বিমুদ্রাকরণ না এই দুর্ভাগা মহিলা, আপনি কার দিকে?  সরকার এই মহিলার যন্ত্রণা বোঝার চেষ্টা না করলে বলতে হয় এমন  নির্মম, অনুভূতিশূন্য সরকার বিগত ১০ হাজার বছরে আসেনি! কটাক্ষ করে শিবসেনা বলেছে, এই মহিলার আচরণকে দেশপ্রেম বললে আপনার মস্তিষ্কের রোগ সারাতে তালিবানি ডাক্তারের প্রয়োজন। মেয়েদের ওপর এমন অত্যাচার তালিবানি শাসনেই চলে।