মুম্বই: রামমন্দির, অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) ইস্যুতেও অর্ডিন্যান্স জারি করা হোক, দাবি শিবসেনার। নোট বাতিল সহ নানা ইস্যুতেই কেন্দ্রের বিরুদ্ধে প্রকাশ্যে সরব এনডিএ-র শরিক দলটি। এবার দলীয় মুখপত্র সামনা-য় 'রাজনৈতিক স্বার্থ পূরণে' কেন্দ্র ক্রমশ বেশি করে অর্ডিন্যান্স জারির রাস্তায় হাঁটছে বলে অভিযোগ করেছে শিবসেনা। বলেছে, অর্ডিন্যান্স জারি করায় রেকর্ড হতে চলেছে। তাহলে অযোধ্যায় রামমন্দির নির্মাণ, অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করতেও অর্ডিন্যান্স জারিতে অসুবিধা হওয়ার কথা নয়।
নোট বাতিলের সমালোচনা বহাল রেখেছে উদ্ধব ঠাকরের দল। ইদানীং মহিলারাদেরও লাইনে দাঁড়িয়ে নোট বাতিলের জেরে ব্যাপক হয়রানি সহ্য করতে হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। সামনা সম্পাদকীয়তে বলা হয়েছে, আজকাল সমস্যায় পড়ছেন মহিলারাও। নোট বাতিল হওয়ায় বাজারে মন্দা। আর্থিক অগ্রগতির বেগ স্তিমিত। মার খাচ্ছেন ছোট ব্যবসায়ীরা। অনেকে বেকার হয়েছেন। যে মহিলাদের স্বামীরা কাশ্মীরে শহিদ হয়েছেন, তাঁদের কাছেও সন্ত্রাসবাদী হামলার খবরের গুরুত্ব নোট বাতিলের কাছে তুচ্ছ হয়ে উঠেছে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
রামমন্দির, অভিন্ন দেওয়ানি বিধি ইস্যুতেও অর্ডিন্যান্স জারি হোক! কেন্দ্রকে 'খোঁচা' শিবসেনার
Web Desk, ABP Ananda
Updated at:
09 Jan 2017 04:47 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -