মু্ম্বই: পরবর্তী রাষ্ট্রপতি পদে আরএসএস প্রধান মোহন ভাগবতকে বাছাইয়ের দাবি করে আসা শিবসেনা এবার প্রখ্যাত কৃষিবিজ্ঞানী এম এস স্বামীনাথনের নাম তুলল। বিজেপির শরিক দলটি সঙ্ঘ প্রধানকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসানোর পক্ষে সওয়াল করে বলেছিল, ভারতকে হিন্দু রাষ্ট্র করতে হবে। সেজন্য রাষ্ট্রপতি পদে ওনাকে চাই।
কিন্তু স্বয়ং ভাগবতই জানিয়ে দেন, তিনি রাষ্ট্রপতি হওয়ায় আগ্রহী নন।
এখন উদ্ধব ঠাকরের দল বলছে, বিজেপি ওই পদে ভাগবতকে না চাইলে স্বামীনাথনের নাম ভেবে দেখা হোক।
পাশাপাশি বিজেপিকে মহারাষ্ট্রের সাম্প্রতিক কৃষক আন্দোলন থেকে শিক্ষা নিতেও বলেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। সম্পূর্ণ কৃষিঋণ মকুব, কৃষিপণ্যের লাভজনক দাম চেয়ে মহারাষ্ট্রের কৃষকদের সাম্প্রতিক হরতালের ব্যাপারে তারা আগে বিজেপির প্রবল সমালোচনা করেছিল।
রাউত আজ বলেন, শুধু মহারাষ্ট্রেই নয়, সারা দেশে কৃষকরা এখন দুর্দশায় রয়েছে। দেশের বিস্তীর্ণ অংশে প্রতিবাদে তারা রাস্তায় নেমেছে। সরকার স্বামীনাথন কমিশনের সুপারিশগুলি মেনে কার্যকর করলে কৃষকদের প্রভূত উপকার হবে।
প্রসঙ্গত, মহারাষ্ট্রের আন্দোলনে নামা কৃষকরাও ঋণ মকুবের পাশাপাশি স্বামীনাথন কমিটির রিপোর্টের প্রস্তাবগুলি কার্যকর করার দাবি তুলেছেন।
রাউত বলেন, লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও নীতিগত ভাবে স্বামীনাথন কমিটি রিপোর্টের সব কটি সুপারিশ রূপায়ণে সম্মত হয়েছিলেন। ক্ষমতায় আসার পরও তিনি সেই প্রতিশ্রুতি পূরণের আশ্বাস দিয়েছিলেন। সুতরাং রাষ্ট্রপতি পদে স্বামীনাথনের মতো দক্ষ মানুষকে বসালেই ভাল হবে। অমিত শাহ দেখা করতে এলে উদ্ধবজী তাঁর নামই সুপারিশ করবেন।
রাষ্ট্রপতি পদে কৃষিবিজ্ঞানী স্বামীনাথনকে চাই, অমিত শাহকে বলবে শিবসেনা
Web Desk, ABP Ananda
Updated at:
16 Jun 2017 07:38 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -