মুম্বই: কাশ্মীরে অমরনাথ তীর্থযাত্রীদের ওপর জঙ্গি হামলার ঘটনা নিয়ে কেন্দ্রের শাসক জোটের শরিক শিবসেনা নিশানা করল বিজেপিকে। শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে বিজেপিকে এই ইস্যুতে রীতিমতো ব্যঙ্গবিদ্রুপ করেছেন। তিনি বলেছেন, জঙ্গিদের সামলাতে কাশ্মীরে গো-রক্ষকদের কেন পাঠানো হচ্ছে না?’
উল্লেখ্য, তীর্থযাত্রীদের একটি বাসে গত সোমবার জঙ্গিদের হামলায় সাত জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুইজন মহারাষ্ট্রের।
বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রের তীব্র সমালোচনা করে উদ্ধব বলেছেন, হিন্দুত্ববাদী সরকার অমরনাথ যাত্রীদের রক্ষা করতে ব্যর্থ। তবে কী আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বা অন্য কোনও দেশ এসে হামলা রুখবে?

তাঁর বিদ্রুপ, জঙ্গিদের কাছে যদি বন্দুক না থাকত এবং ব্যাগে  গোমাংস পাওয়া যেত তাহলে তারা হয়ত বেঁচে ফিরত না। পাশাপাশি, উদ্ধবের কটাক্ষ, কংগ্রেস জমানায় অমরনাথ যাত্রা সুরক্ষিত ছিল।
শিবসেনা নেতা সঞ্জয় রাউতও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খোঁচা দিয়ে বলেছেন, ‘প্রধানমন্ত্রী তো বলেছিলেন, নোট বাতিলের প্রভাব কাশ্মীরের জঙ্গিদের উপর পড়বে। কিন্তু বাস্তবে তার প্রতিফলন ঘটল না। সার্জিক্যাল স্ট্রাইকের কোনও প্রভাব দেখা গেল না!’