নয়াদিল্লি: সামনেই বোর্ডের পরীক্ষা। সে জন্য ১৬ তারিখ ছাত্রছাত্রীদের সঙ্গে পরীক্ষা পর চর্চা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সব স্কুলে যে সেই অনুষ্ঠান সম্প্রচার করা হয়েছে তার প্রমাণস্বরূপ এবার স্কুলগুলির কাছ থেকে ছবি ও ভিডিও চেয়ে বসল কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক।
ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পরামর্শ দেন, কীভাবে পরীক্ষার ভয় দূর করা যাবে। ছাত্রছাত্রীদের প্রশ্নের উত্তরও দেন তিনি। অনুষ্ঠানের পরেই মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক সবকটি রাজ্য সরকারকে নির্দেশ দেয়, এ ব্যাপারে রিপোর্ট তৈরি করতে। রাজ্য সরকারগুলি আবার সেই নির্দেশ পাঠিয়ে দেয় বোর্ড নির্বিশেষে সমস্ত স্কুলে। বলা হয়, ছাত্রছাত্রীরা যে পরীক্ষা পর চর্চা দেখেছে তার প্রমাণস্বরূপ ছবি বা ভিডিও নিয়ে তা সরকারের কাছে পাঠিয়ে দিতে। গতকাল শেষ হয়েছে প্রমাণ পাঠানোর সময়সীমা।
এছাড়া জেলা মুখ্য শিক্ষা আধিকারিকরা যে সার্কুলার পাঠিয়েছেন তাতে একটি ফর্মে স্কুলের সংখ্যা, পড়ুয়া সংখ্যা, কজন প্রধানমন্ত্রীর আলোচনা শুনেছে তার সংখ্যা ইত্যাদি খুঁটিনাটি চাওয়া হয়েছে। যদিও মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের বক্তব্য, কেন্দ্র এ নিয়ে কোনও রিপোর্ট চায়নি. শুধু চাওয়া হয়েছে রুটিন ফিডব্যাক। ছাত্রছাত্রীরা অনুষ্ঠানটি দেখেছে কিনা সে ব্যাপারে প্রমাণ ট্রমাণ কিছু চাওয়া হয়নি।
প্রধানমন্ত্রীর পরীক্ষা পর চর্চা দেখেছেন? প্রমাণস্বরূপ পাঠান ছবি-ভিডিও, স্কুলগুলিকে নির্দেশ মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Feb 2018 09:45 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -