পটনা: ‘নোটবন্দি’-র পর এবার চাই ‘নাসবন্দি’। বন্ধ্যাত্বকরণের ডাক দিলেন কট্টর হিন্দুত্ববাদী বলে পরিচিত কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা গিরিরাজ সিংহ। গত সপ্তাহে আরেক প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা সঞ্জয় পাসোয়ানও দেশে জনসংখ্যা নিয়ন্ত্রণে নাসবন্দি বা পুরুষদের বন্ধ্যাত্বকরণের পক্ষে সওয়াল করেছিলেন। আর আজ কেন্দ্রের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ মন্ত্রী গিরিরাজ বলেন, গোটা বিশ্বের মোট জনসংখ্যার ১৬ শতাংশই ভারতের। প্রত্যেক বছর দেশে অস্ট্রেলিয়ার সমান জনসংখ্যা যোগ হচ্ছে। বলতে গেলে ভয়াবহ জনবিস্ফোরণের মুখে এসে দাঁড়িয়েছে ভারত। শীঘ্রই জনসংখ্যার রাশ টেনে ধরতে  হবে। সমাজের প্রতিটি অংশকেই জনসংখ্যা নিয়ন্ত্রণে নাসবন্দি করাতে হবে।


এখন দেখার নরেন্দ্র মোদীর কট্টর ভক্ত বলে দাবি করা গিরিরাজের মন্তব্যে দলে কী প্রতিক্রিয়া হয়। অতীতেও বেশ কয়েকবার যেমন বিহারের নওয়াদার বিজেপি এমপি  গিরিরাজের মন্তব্যে বিতর্কের ঝড় উঠেছিল, তেমনই তাঁর এদিনের নাশবন্দিকরণের ডাকেও শোরগোল উঠতে পারে বলে মনে করা হচ্ছে। গত অক্টোবরেই তিনি বলেছিলেন, দেশের আটটি রাজ্যে হিন্দু জনসংখ্যা কমছে। অতএব বংশবৃদ্ধির কথা গুরুত্ব দিয়ে ভাবতে হবে, বেশি করে সন্তানের জন্ম দিতে হবে হিন্দুদের। প্রকাশ্যে ধর্মীয় ভাবাবেগ উসকে দেওয়ার অভিযোগে সমালোচিত গিরিরাজ অবশ্য সঙ্গে সঙ্গে সাফাই দেন, খোদ আরএসএস প্রধান মোহন ভাগবতই তো গত বছর আগস্টে হিন্দুদের বেশি করে সন্তানের জন্ম দিতে বলেছিলেন, এমনকী এও বলেছিলেন, দেশে এমন কোনও আইন নেই যা হিন্দুদের বংশবৃদ্ধিতে বাধা দেবে।