নয়াদিল্লি: বিদেশ থেকে প্রায় ২৫ লক্ষ টাকার সোনা পাচার করে এদেশে আনার সময় দিল্লি বিমানবন্দরে ধরা পড়লেন দুই প্রবীণ দম্পতি!


খবরে প্রকাশ, গতকাল জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে দিল্লি আসেন বছর ৬৭-র এক ব্যক্তি ও ৬৫ বছরের মহিলা। ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের বিমান অবতরণের পরই এই দম্পতিকে পাকড়াও করে কাস্টমস আধিকারিকরা।


জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে প্রায় ৯৯৫ গ্রাম সোনা উদ্ধার হয়েছে, যার বাজারমূল্য সাড়ে ২৫ লক্ষ টাকা। এরপরই ওই প্রবীণ দম্পতিকে গ্রেফতার করে পুলিশ।


এক আধিকারিক জানান, চলতি বছরে জানুয়ারি থেকে অক্টোবর মাসের মধ্যে ১১৪টি চোরাচালান ধরা পড়েছে। এর মধ্যে ৩৭ কোটি টাকা মূল্যের ১১০ কেজি সোনা বাজেয়াপ্ত করা হয়েছে। ৬২ জনকে এই মর্মে গ্রেফতার করা হয়েছে।