পুজোর সময় তরুণীর ‘শ্লীলতাহানি’, গ্রেফতার ত্রিপুরা পুলিশের পদস্থ অফিসার
ABP Ananda, web desk | 10 Oct 2016 01:56 PM (IST)
আগরতলা: দুর্গা পুজোর সময় এক তরুণীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার ত্রিপুরার এক পদস্থ পুলিশ অফিসার। ত্রিপুরা পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার বন্ধুদের সঙ্গে প্যান্ডেলে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন ওই তরুণী। সেই সময়ই তিনি নিগ্রহের শিকার হন বলে অভিযোগ। পুলিশের মুখপাত্র উত্তম ভৌমিক বলেছেন, ধালাই জেলার চাইলেংটাতে ত্রিপুরা স্টেট রাইফেলসের ডেপুটি কম্যান্ডান্টের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন এক আদিবাসী তরুণী। প্রাথমিক তদন্তের পর পুলিশ ওই নিরাপত্তা আধিকারিককে গ্রেফতার করেছে। অভিযুক্ত অফিসার ত্রিপুরা পুলিশের এলিট ফোর্সের অষ্টম ব্যাটেলিয়নের সঙ্গে যুক্ত।