বেঙ্গালুরু: আজ সকালে তৃতীয়বারের জন্য কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন বি এস ইয়েদুরাপ্পা। এরপরেই প্রশাসনে ব্যাপক রদবদল করা হল। বেশ কয়েকজন আমলা ও আইপিএস অফিসারকে বদলি করে দেওয়া হয়েছে। মধুসূদন আর নায়েক পদত্যাগ করার পর নতুন অ্যাডভোকেট জেনারেল হিসেবে নিয়োগ করা হয়েছে প্রবীণ আইনজীবী প্রভুলিঙ্গ কে নবদাগিকে। সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যপাল বাজুভাই ভালা নয়া অ্যাডভোকেট জেনারেলের নিয়োগে সম্মতি জানিয়েছেন।
কর্ণাটক সরকারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, পূর্ত দফতরের অতিরিক্ত মুখ্যসচিব এম লক্ষ্মীনারায়ণকে মুখ্যমন্ত্রীর অতিরিক্ত মুখ্যসচিব নিয়োগ করা হয়েছে। তাঁর পদমর্যাদা স্বরাষ্ট্র দফতরের অতিরিক্ত মুখ্যসচিবের সমান হবে। সিনিয়র আইপিএস অমর কুমার পাণ্ডেকে রেলের অতিরিক্ত ডিজিপি-র পদ থেকে সরিয়ে গোয়েন্দা বিভাগের অতিরিক্ত ডিজিপি হিসেবে নিয়োগ করা হয়েছে। কর্ণাটক রাজ্য রিজার্ভ পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল গোয়েন্দা বিভাগের ডিআইজি হিসেবে নিয়োগ করা হচ্ছে। বিদারের পুলিশ সুপার ডি দেবারাজাকে বেঙ্গালুরু সেন্ট্রাল ডিভিশনের ডেপুটি পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে। দুর্নীতি দমন শাখার পুলিশ সুপার এস গিরিশকে বেঙ্গালুরু নর্থ-ইস্ট ডিভিশনের ডিসিপি পদে বদলি করা হয়েছে।
কর্ণাটকে ইয়েদুরাপ্পার শপথের পরেই বদলি বেশ কয়েকজন আমলা, আইপিএস, দায়িত্বে নয়া অ্যাডভোকেট জেনারেল
Web Desk, ABP Ananda
Updated at:
17 May 2018 10:20 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -