মোহালি: গৌরী লঙ্কেশ ও শান্তনু ভৌমিকের পর ফের খুন হলেন আর এক সাংবাদিক। চণ্ডীগড়ের এই বরিষ্ঠ সাংবাদিকের নাম কে জে সিংহ। তিনি ও তাঁর ৯২ বছরের মা গুরচরণ কৌরকে গতকাল বিকেলে তাঁদের মোহালির বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে।
৬৪ বছরের কে জে সিংহ বিছানার ওপর রক্ত মাখামাখি অবস্থায় পড়েছিলেন। খুনিরা তাঁর পেটে ৫ বার ছুরি মারে, গলা কেটে দেয়। তাঁর মাকে খুন করা হয় গলা টিপে। ওই সাংবাদিকের গাড়ি, মানিব্যাগ, টিভি ও মোবাইল ফোন বেপাত্তা। গুরচরনের গায়ের কিছু গয়নাও পাওয়া যাচ্ছে না। মনে করা হচ্ছে, শুক্রবার রাতে তাঁদের বাড়ি ঢোকে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। দুজনকে খুন করার পর লুটপাট চালিয়ে চম্পট দেয়।
গতকাল বেলা সাড়ে বারোটা নাগাদ কে জে সিংহের বোন ও বোনপো তাঁদের মধ্যাহ্নভোজ নিয়ে আসেন। তাঁরা ভেতরে ঢুকে আবিষ্কার করেন মা-ছেলের দেহ। মায়ের সঙ্গেই থাকতেন ওই সাংবাদিক। টাইমস অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস ও ট্রিবিউনের মত সংবাদপত্রে দীর্ঘকাল সুনামের সঙ্গে কাজ করেছেন তিনি। বৃদ্ধ মাকে দেখতে ৮ বছর আগে সাংবাদিকতা ছেড়ে দেন।
তবে শুধু লুঠপাটের কারণে এই খুন বলে এখনই নিশ্চিত নয় পুলিশ। অন্য উদ্দেশ্যও খতিয়ে দেখছে তারা। কে জে সিংহের মানিব্যাগে খুব বেশি টাকা থাকত না, তিনি মূলত ব্যবহার করতেন ডেবিট ও ক্রেডিট কার্ড। তাছাড়া ঘরে পড়ে থাকা ৫-৬ লাখ টাকা দামের ক্যামেরা ও ল্যাপটপ দুষ্কৃতীরা ছোঁয়নি। ভাঙা হয়নি আলমারি ও ড্রয়ার, কিছু জিনিস খোয়া যাওয়া ছাড়া বাড়িতেও লুঠপাটের চিহ্ন নেই।
পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ পুলিশকে এই ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠনের নির্দেশ দিয়েছেন।
এবার পঞ্জাবে খুন সাংবাদিক, সঙ্গে মা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Sep 2017 10:32 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -