মুম্বই: বাবা রাহুল গাঁধীর সঙ্গে দেখা করেছেন, কংগ্রেসে যোগদান নিশ্চিত করে ফেলেছেন। দিনকয়েক বাদেই ‘বিদ্রোহী’ সাংসদ শত্রুঘ্ন সিনহার মেয়ে বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার তোপ বিজেপির বর্তমান নেতৃত্বকে। তারা শত্রুঘ্ন ও দলের অন্য প্রবীণ নেতাদের যোগ্য সম্মান দেয়নি বলে অভিযোগ সোনাক্ষীর। কাঙ্খিত সম্মান না পাওয়ায় শত্রুঘ্নর বিজেপি ছেড়ে সামনের দিকে এগিয়ে চলাই উচিত বলে অভিমত জানিয়েছেন তিনি।
শত্রুঘ্নর কংগ্রেসে যোগদান প্রসঙ্গে তাঁর বক্তব্য, এটা ওনার সিদ্ধান্ত, পছন্দ। আপনার যদি যেখানে আছেন, সেখানকার সব কিছু মনঃপুত না হয়, তবে আপনার অবশ্যই জায়গা বদলানো উচিত, যা উনি করেছেন। আমার আশা, কংগ্রেসের সঙ্গে নতুন সম্পর্ক গড়ে উনি অনেক ভাল কাজ করতে পারবেন, নিজেকে কোণঠাসা মনে হবে না।
শত্রুঘ্নর পক্ষে বিজেপি ছাড়ার এটা দারুণ সময় বলে জানিয়েছেন সোনাক্ষী। বলেছেন, এমন এক সিনিয়র নেতা, এত বিপুল জ্ঞানের অধিকারী, যিনি জয়প্রকাশ নারায়ণজি, অটলজি, আডবাণিজির সময় থেকে পার্টির সদস্য, সেই আমার বাবা দলের ভিতর বিরাট সম্মান পান। আমারও দলের সেই গোটা একটা প্রজন্মের নেতাদের মতো মনে হয়, প্রাপ্য গুরুত্ব, মর্যাদা তাঁরা পাননি। সুতরাং অন্য দিকে এগিয়ে যাওয়ার সময় হয়েছে বলে মনে হয়। একটু দেরিই করে ফেলেছেন উনি, আরও আগেই ওনার সিদ্ধান্তটা নেওয়া উচিত ছিল।