নয়াদিল্লি : অতীতের সমস্ত সীমা ছাড়িয়ে রেকর্ড গড়ল শেয়ার সূচক। এই প্রথম ৩২ হাজার ছুঁল সেনসেক্স। আজ দিনের শুরু থেকেই চাঙ্গা ছিল বাজার। এক সময় সেনসেক্স পৌঁছয় ৩২ হাজারে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি পৌঁছয় ৯,৮৭৯-এ। মুদ্রাস্ফীতির হার রেকর্ড কমে যাওয়ায় রিজার্ভ ব্যাঙ্ক ঋণে সুদের হার কমাতে পারে বলে আশা। এরই পরিপ্রেক্ষিতে শেয়ার সূচকে এই উর্দ্ধগতি বলে মনে করা হচ্ছে।

গত জুলাই সেনসেক্স ৩১,৮৮৫.১১-এ পৌঁছয়। এদিন বাজার খোলার পরই ওই নজিরও ছাপিয়ে যায়। একটা সময় ২০৪ পয়েন্ট বেড়ে সেনসেক্স পৌঁছয় ৩২,০২০.৪২।  নিফটি ৬০ অঙ্ক বেড়ে পৌঁছয় ৯,৮৭৯-তে।

উল্লেখ্য, এদিন এশিয়ার বেশিরভাগ শেয়ার বাজারেই এই উর্দ্ধগতি দেখা গিয়েছে। এক্ষেত্রে সূচক গড়ে ১.২ শতাংশ বেড়েছে।এর পাশাপাশি বিশ্বের অন্যান্য মুদ্রার তুলনায় মার্কিন ডলারের দাম কমেছে।

এদিনের শুরুতেই ডলারের তুলনায় টাকার দাম ১৫ পয়সা বাড়ে। প্রতি ডলারের মূল্য হয় ৬৪.৩৯ টাকা।

গতকাল ডলারের তুলনায় টাকার দাম ৫ পয়সা বেড়েছিল।