মুম্বই: রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের পদ থেকে রঘুরাম রাজনের প্রস্থানের সিদ্ধান্ত কী প্রভাব ফেলবে শেয়ার বাজারে? শনিবার রাজনের সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পরই উঠতে শুরু করেছে এই প্রশ্ন। আশঙ্কা যে অমূলক নয়, তার প্রমাণ মেলে আজ সকালে বাজার খুলতেই। এক ধাক্কায় শেয়ার সূচক নেমে যায় ১৬৬ পয়েন্ট। ৫০ পয়েন্ট পড়ে যায় নিফটিও। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা ঘুরে দাঁড়ায় সূচক। বাড়তে থাকে নিফটিও। দিনের শেষে ২৪১ পয়েন্ট ওপরে ওঠে সেনসেক্স। ৬৮ পয়েন্ট ওঠে নিফটি। শেয়ার সূচক দাঁড়ায় ২৬ হাজার ৮৬৭ পয়েন্টে। অন্যদিকে, নিফটি দাঁড়ায় ৮ হাজার ২৩৮ পয়েন্টে।
অর্থনীতিবিদদের মতে, রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর রঘুরাম রাজনের বিদায় নিয়ে প্রথমদিকে শেয়ারে ধস নামলেও, পরে কেন্দ্রের এফডিআই ঘোষণা বিনিয়োগকারীদের ফের বাজারমুখো করে। আগামী কয়েকদিন কী হয় তার দিকেই তাকিয়ে বিশেষজ্ঞরা।