শ্রীনগর: সামনের শুক্রবার মহাশিবরাত্রি পড়ে যাওয়ায় সেদিন হরতাল ডেকেও তুলে নিল কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীরা। কাশ্মীরের হিন্দু পন্ডিতদের আবেদন মেনে সৌহার্দ্যের পরিবেশ তৈরি করতেই তাদের এই সিদ্ধান্ত।
সৈয়দ আলি শাহ গিলানির নেতৃত্বাধীন হুরিয়ত কনফারেন্সের মুখপাত্র আয়াজ আকবর বলেছেন, কাশ্মীরী পন্ডিত ভাইয়েরা শুক্রবার মহাশিবরাত্রি পালন করবেন বলে সেদিনের হরতাল প্রত্যাহার করা হল। কাশ্মীরী পন্ডিতদের তরফে ২৪ ফেব্রুয়ারির হরতালের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন এসেছে বলে জানিয়ে মুখপাত্রটি বলেন, অনেক পন্ডিত আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। ওরা আমাদেরই আপনার জন। ওদের আবেগের কথা মাথায় রেখেই হরতাল সেদিন হচ্ছে না।
প্রসঙ্গত, গত বছর জুলাইয়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে হিজবুল মুজাহিদিন কমান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকে নিয়ম করে প্রতি সপ্তাহে প্রতিবাদ আন্দোলন কর্মসূচি ঘোষণা করে আসছেন হুরিয়ত নেতারা। আগে সপ্তাহে পাঁচদিন হরতাল পালনের ডাক দেওয়া হত। অক্টোবর থেকে তা কমিয়ে শুধু সপ্তাহে শুক্রবার হরতাল ডাকে হুরিয়ত।
মহাশিবরাত্রি, কাশ্মীরী পন্ডিতদের আবেদন মেনে শুক্রবার হরতাল প্রত্যাহার বিচ্ছিন্নতাবাদীদের
Web Desk, ABP Ananda
Updated at:
20 Feb 2017 04:11 PM (IST)
ফাইল ছবি।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -