শ্রীনগর: সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষায় জম্মু ও কাশ্মীরে শীর্ষ স্থান পেয়েছেন সেখানকার বিচ্ছিন্নতাবাদী নেতা সাবির শাহের মেয়ে সামা সাবির। ৯৭.৮ শতাংশ নম্বর পেয়েছেন এখানকার আথওয়াজানে দিল্লি পাবলিক স্কুলের (ডিপিএস) ছাত্রী সামা। জম্মু অ্যান্ড কাশ্মীর ডেমোক্র্যাটিক ফ্রিডম পার্টির নেতা সাবির শাহ এখন দিল্লির তিহার জেলে বন্দি রয়েছেন। উপত্যকায় অশান্তি, হিংসা ছড়াতে অর্থ সরবরাহের অভিযোগ সংক্রান্ত মামলায় গত সেপ্টেম্বরে তাঁকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
সামাকে এই সাফল্যের জন্য ট্যুইট করে শুভেচ্ছা, অভিনন্দন জানিয়েছেন মেহবুবা মুফতি। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী লিখেছেন, বারো ক্লাসের পরীক্ষায় ৯৭.৮ শতাংশ নম্বর পাওয়ায় সামা সাবিরকে অভিনন্দন। ওর কঠিন পরিশ্রম, জেদ যাবতীয় প্রতিকূলতা পেরতে ওকে সাহায্য করেছে। আমাদের রাজ্যের যুবসমাজের সামনে সত্যিই ও অনুপ্রেরণার উত্স।




ডিপিএস আথওয়াজানের জনৈক কর্তা জানিয়েছেন, রাজ্যে সব সিবিএসই অনুমোদিত স্কুলের মধ্যে সবচেয়ে ভাল ফল করেছে তাঁদের স্কুল। সব পরীক্ষায় মোট ৯৯.৫ শতাংশ পেয়েছেন তাঁরা। ১২ ক্লাসের পরীক্ষায় স্কুলের প্রায় ১৬০ পড়ুয়া ৮০ শতাংশের বেশি নম্বর পেয়েছে।