৫ বছরের শিশুকন্যাকে ধর্ষণ, ৭৪ বছরের বৃদ্ধর ১০ বছরের কারাদণ্ড
Web Desk, ABP Ananda | 24 Sep 2017 03:28 PM (IST)
নয়াদিল্লি: ৫ বছর বয়সি এক শিশুকন্যাকে ধর্ষণের অপরাধে এক ৭৪ বছর বয়সি ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল দিল্লির আদালত। একইসঙ্গে মেয়েটির পরিবারকে দেড় লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত। মেয়েটির মায়ের অভিযোগ, বিজয় কুমার নামে ওই বৃদ্ধ তাঁদের সঙ্গে একই বাড়িতে ভাড়া থাকতেন। তিনি গত বছরের ১৯ মার্চ মেয়েটিকে ধর্ষণ করেন। এই বৃদ্ধ অভিযোগ অস্বীকার করে দাবি করেন, মেয়েটির বাবার সঙ্গে তাঁর পুরনো শত্রুতা রয়েছে। সেই কারণেই মিথ্যা অভিযোগ করা হচ্ছে। কিন্তু আদালত অভিযুক্ত বৃদ্ধর দাবি খারিজ করে দিয়ে বলে, ধর্ষণের যথেষ্ট প্রমাণ আছে। সেই কারণেই তাঁকে সাজা দেওয়া হল।