হায়দরাবাদ:  সমাজে বিকৃতমনস্ক মানুষ এখন চারিদিকে। তাদের লালসার শিকার তিন থেকে ৯০ বছর বয়সি বৃদ্ধারা। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল এবার হায়দরাবাদে। ধর্ষণের শিকার হলেন ৭৭ বছরের এক বৃদ্ধা। ধর্ষণে অভিযুক্ত তরুণের বয়স ২২, নাম পি.ভামশি। পেশায় শ্রমিক। পুলিশ সূত্রে খবর, গতকাল দুপুরবেলা বাড়ি ফিরছিল ওই শ্রমিক। তখনই তার নজরে আসে বৃদ্ধা নিজের বাড়িতে একলা রয়েছেন। সেই সুযোগেই বৃদ্ধার বাড়ির ঢুকে তারওপর নির্যাতন চালায় তরুণ। তবে শুধু শারীরিক নির্যাতনেই থামেনি তরুণের অত্যাচার। ঘটনাস্থল থেকে পালানোর আগে লাঠি এবং কুড়ুলের ঘায়ে বৃদ্ধার ওপর হামলাও চালায় তরুণ। এরপর বৃদ্ধার নাতি বাড়ি ফিরে এসে তাঁকে ওই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে যান। এরপর থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। পরে সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত চিহ্নিত করে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ এবং খুনের চেষ্টার মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, অতীতে এধরনের কাণ্ডের সঙ্গে একাধিকবার নাম জড়িয়েছে ভামসির।