গুয়াহাটি/তিনসুকিয়া: দেশজুড়ে যখন পালিত হচ্ছে ৭০তম স্বাধীনতা দিবস, তখন ফের বিস্ফোরণে কেঁপে উঠল অসমের তিনসুকিয়া, শিবসাগর এলাকা।আজ সকালে পর পর পাঁচটি বিস্ফোরণে কেঁপে ওঠে ভারতের উত্তর-পূর্বের এই রাজ্য। পুলিশ সূত্রে দাবি, আলফা জঙ্গি সংগঠনই রয়েছে এই হামলার নেপথ্যে।

তবে বিস্ফোরণে কারও আহত বা নিহত হওয়ার খবর নেই। আজ সকাল সাতটা বেজে চল্লিশ মিনিট নাগাদ চরাইদেও জেলার তেঙ্গাপুখারি এলাকার একটি ফাঁকা জায়গায় বিস্ফোরণ ঘটে। ওই জেলার এসপি এপি তিওয়াড়ির দাবি, জঙ্গিরা মাটির তলায় বিস্ফোরক পুঁতে রেখেছিল।





অসমের তিনসুকিয়া এলাকায় আরও চারটি বিস্ফোরণ ঘটে। সেখানকার ইন্দিরা গাঁধী স্কুলের কাছে আইইডি রাখা ছিল। সকাল ৭ টা বেজে ১৫ মিনিট নাগাদ সেখানে প্রথম বিস্ফোরণটি ঘটে। তারপরই বদলাভাতা চা বাগানের কাছে পরের বিস্ফোরণটি ঘটে। এরপর ফুলবাড়ির গামতুমতি এলাকায় চতুর্থ বিস্ফোরণটি ঘটে। গতকাল মুকুম এলাকা থেকে চার কেজির আইইডি বিস্ফোরক উদ্ধার করে পুলিশ।

এই বিস্ফোরণের পর গোটা অসম কড়া নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে।