পরিষেবা কর ফাঁকির অভিযোগে সানিয়া মির্জাকে নোটিশ
ABP Ananda, web desk | 09 Feb 2017 11:01 AM (IST)
হায়দরাবাদ: পরিষেবা কর বকেয়া রাখা বা করফাঁকির অভিযোগে টেনিস তারকা সানিয়া মির্জাকে নোটিশ পরিষেবা কর বিভাগের। হায়দরাবাদের পরিষেবা কর দফতরের কমিশনার গত ৬ ফেব্রুয়ারি টেনিস তারকাকে সমন পাঠিয়েছেন। তাঁকে আগামী ১৬ ফেব্রুয়ারি সশরীরে হাজিরা দান বা কোনও প্রতিনিধি পাঠাতে বলা হয়েছে। নোটিশে বলা হয়েছে, ১৯৯৪-র আর্থিক আইনের ধারা ও নিয়ম অনুযায়ী, পরিষেবা কর না দেওয়া বা ফাঁকি দেওয়া নিয়ে আপনার বিরুদ্ধে তদন্তের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এই তদন্ত সম্পর্কে প্রয়োজনীয় তথ্য বা নথি আপনার কাছে রয়েছে বলেই মনে করি। এজন্য ১৯৯৪-এর সেন্ট্রাল এক্সাইজ আইন অনুযায়ী সানিয়াকে তলব করা হয়েছে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে। তাঁকে ব্যক্তিগতভাবে হাজিরা দিতে বা কোনও প্রতিনিধি পরিষেবা কর দফতরে পাঠাতে বলা হয়েছে। সমন এড়িয়ে গেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।