যুবকের প্রাণ বাঁচাতে কিডনি দান বিশপের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 May 2016 02:51 PM (IST)
কোট্টায়াম: মাত্র ৩০ বছর বয়সে কিডনি অকেজো হয়ে গিয়েছে কেরলের বাসিন্দা ই সূরযের। পরিবারে রয়েছে তাঁর মা এবং স্ত্রী। হত দরিদ্র পরিবারটিতে সূরযের আয়েই সংসার চলে। সূরযের অসুস্থতার কারণে যখন দিশেহারা তাঁর পরিবার তখনই সাক্ষাত ভগবানের রূপ ধরে এলেন এক বিশপ। কেরলের ক্যাথলিক বিশপ পালা ডিওসিস জ্যাকব মুরিকান তাঁর নিজের একটি কিডনি সূরযকে দান করার সিদ্ধান্ত নিয়েছেন। বিশপ আজই এব্যাপারে সমস্ত আইনি প্রক্রিয়া সেরে ফেলেছেন। কিডনি ফেডারেশনের চেয়ারম্যান ফাদার ডেভিস চিরামল জানিয়েছেন, ইতিহাসে এই ঘটনা সম্ভবত প্রথম। যখন স্বয়ং বিশপ নিজের কিডনি দান করে অপর একজনের প্রাণ বাঁচাচ্ছেন। প্রসঙ্গত, চিরামল মানুষটিও মানুষের সেবায় নিয়োজিত। তিনিও এক মৃত্যুপথযাত্রীকে কিডনি দান করে প্রাণ বাঁচান। চিরামল বলেন, সূরযের পরিবারের আর্থিক অবস্থা খুবই শোচনীয়। চার বছর আগে মৃত্যু হয় তাঁর বাবার। এরপর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর দাদারও। গোটা সংসারের ভার এসে পড়ে তাঁর কাঁধে। তাঁর এই দুর্দশার কথা শুনে হিন্দু যুবকটিকে কিডনি দান করার কথা ভাবেন বিশপ।