উজ্জয়িনী: উজ্জয়িনীর সিংহস্থ কুম্ভ মেলায় বজ্রপাতসহ ঝড়ের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ৭। আহত প্রায় ৯০।
ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে গোটা মেলা প্রাঙ্গন। তাঁবু উড়ে গিয়েছে। প্যান্ডেলগুলি ভেঙে পড়েছে। ভেঙে গিয়েছে মেলায় ঢোকার গেটগুলিও।
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান পুলিশের। উদ্ধারকাজ শুরু হয়েছে। বহু মানুষ সেখানে প্যান্ডেলের তলায় আটকে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের মুখপাত্র ঘোষণা করেছেন, মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা, গুরুতর আহতদের ৫০,০০০ টাকা এবং অপেক্ষাকৃত অল্প আহতদের ২৫০০০ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।
আগামীকাল বিধ্বস্ত মেলা প্রাঙ্গণ পরিদর্শনে যেতে পারেন চৌহান, এমনটাই সূত্রের খবর। চৌহান টুইটারে জানিয়েছেন, উদ্ধারকাজ শুরু হয়েছে। তীর্থযাত্রীদের দেখভালের জন্য প্রতিনিধিদের পাঠানো হয়েছে।
মেলা চত্বরে জল থৈ থৈ অবস্থা হওয়ায় সুরক্ষার কথা চিন্তা করে ওই চত্বরে বিদ্যুত পরিষেবা বন্ধ করে দিয়েছে প্রশাসন।
উজ্জয়িনী কুম্ভ মেলায় ঝড়ের তাণ্ডবে মৃত বেড়ে ৭, আহত ৯০, পরিবার পিছু ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 May 2016 06:45 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -