দেহরাদুন: সোস্যাল মিডিয়ায় দেশবিরোধী পোস্টের অভিযোগে সাত কাশ্মীরী পড়ুয়াকে সাসপেন্ড করেছে কোয়ান্টাম গ্লোবাল ইউনিভার্সিটি। রুরকির এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় সাড়ে ৪০০ ছাত্র মঙ্গলবার ক্যাম্পাসে ওই সাতজনের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে ব্যবস্থা গ্রহণের দাবি করে বলে জানান সেখানকার রেজিস্ট্রার আর কে খারে। কাশ্মীরী ছাত্ররা ফেসবুক, ইনস্টাগ্রামে দেশবিরোধী স্লোগান দিয়েছে বলে অভিযোগ তুলে ক্ষুব্ধ পড়ুয়ারা হুঁশিয়ারি দেয়, ওদের বহিষ্কার করা না হলে তারা প্রতিষ্ঠান ছেড়ে চলে যাবে। খারে বলেন, উত্তেজিত পড়ুয়াদের শান্ত করে বিশ্ববিদ্যালয় ছাড়া থেকে নিরস্ত রাখতেই আমাদের কাশ্মীরী ছাত্রদের সাসপেন্ড করতে হয়েছে। গোটা বিষয়টি তদন্তের আওতায় রয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে বলে জানান তিনি। কোয়ান্টাম গ্লোবাল ইউনিভার্সিটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। প্রসঙ্গত, পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলায় ৪০ সিআরপিএফ জওয়ানের মৃত্যুর জেরে দেশের নানা জায়গায় কাশ্মীরীদের পাল্টা হিংসার টার্গেট করছে দুষ্কৃতীরা।