বেঙ্গালুরু: কংগ্রেস ও জেডিএস-এর বেশ কয়েকজন বিক্ষুব্ধ বিধায়ক বিজেপি-তে যোগ দিতে চাইছেন বলে দাবি করলেন কর্ণাটকের বিরোধী দলনেতা বি এস ইয়েদুরাপ্পা। বিজেপি-র এক অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘কংগ্রেস ও জেডিএস-এর বেশ কয়েকজন বিধায়ক দলের উপর ক্ষুব্ধ। প্রশাসনিক কার্যকলাপ এমনভাবে চালানো হচ্ছে, প্রতিটি বিধানসভা কেন্দ্রেই অসন্তোষ তৈরি হয়েছে। কংগ্রেস ও জেডিএস-এর যে বিক্ষুব্ধ তরুণ নেতারা বিজেপি-তে যোগ দিতে চাইছেন, তাঁদের দলে নেওয়ার দায়িত্ব আমাদের।’
ইয়েদুরাপ্পা আরও বলেছেন, ‘বিধানসভায় আমাদের ১০৪ জন সদস্য আছেন। শক্তিশালী বিরোধী দল হিসেবে কাজ করতে হবে আমাদের। এই সরকার কতদিন ক্ষমতায় থাকবে সেটা অন্য বিষয়, তবে ক্ষমতায় আসার উচ্চাকাঙ্ক্ষা না রেখেই আমাদের ১০৪ জন বিধায়ককে বিরোধী হিসেবে ভাল কাজ করতে হবে। এভাবেই আমাদের লোকসভা নির্বাচনের জন্য তৈরি হতে হবে।’
বেশ কয়েকজন কংগ্রেস, জেডিএস বিধায়ক বিজেপি-তে যোগ দিতে চাইছেন, দাবি ইয়েদুরাপ্পার
Web Desk, ABP Ananda
Updated at:
09 Jun 2018 08:43 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -