জয়পুর: কংগ্রেসকে 'বেল গাড়ি' বলা হয় এখন। কারণ নিজেদের রথী মহারথী বলে জাহির করেন, ওই দলের এমন একাধিক নেতা বর্তমানে জামিনে বাইরে রয়েছেন।
এই ভাষাতেই সনিয়া ও রাহুল গাঁধীর দলকে কটাক্ষ করলেন নরেন্দ্র মোদী। আজ এখানে এক জনসভায় প্রধানমন্ত্রী এও বলেন, মানুষও কংগ্রেসের 'মতলব' সম্পর্কে ওয়াকিবহাল, ওদের বেল গাড়ি বলছেন তাঁরাই।
সরাসরি নাম না করলেও সনিয়া গাঁধী, রাহুল গাঁধী, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরমই মোদীর মন্তব্যের নিশানায় রয়েছেন বলে মনে করা হচ্ছে। ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুল, সনিয়া জামিন পেয়েছেন। চিদম্বরম আইএনএক্স মিডিয়া মামলায় জামিনে রয়েছেন।

বিজেপি শাসিত রাজ্স্থানে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগী লোকজনের সমাবেশে ভাষণ দিচ্ছিলেন তিনি। চলতি বছরেই রাজস্থানে বিধানসভা ভোট।



সেখানে ২০১৬-য় পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর জঙ্গি ঘাঁটি ধ্বংসের জন্য সার্জিক্যাল স্ট্রাইকের উল্লেখ করে তার সমালোচনা করায় কংগ্রেসকে কাঠগড়ায় তোলেন মোদী। কংগ্রেস সেনার ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছে বলে মন্তব্য করেন তিনি। বলেন, আমাদের রাজনৈতিক বিরোধীরা সেনাবাহিনীর শক্তি সম্পর্কে সংশয় প্রকাশ করেও পাপ করেছেন। এমনটা অতীতে কখনও ঘটেনি। যারা সেনাবাহিনীর ভূমিকা নিয়ে এমন রাজনীতি করছে, মানুষ কোনওদিন তাদের ক্ষমা করবে না। তাঁর সরকার প্রতিরক্ষাকর্মীদের জন্য এক পদ, এক পেনশন সমস্যার সমাধান করেছে বলেও দাবি করেন তিনি।
মোদীর সভায় রাজস্থানের রাজ্যপাল কল্যাণ সিংহ, মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে, বিজেপি রাজ্য সভাপতি মদন লাল সাইনিও হাজির ছিলেন।