রায়পুর: ছত্তীসগঢ়ের সুকমায় মাওবাদী হামলায় ৯ সিআরপিএফ জওয়ানের মৃত্যুতে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। শেষ ৩ মাসে ৪৫ বার নিরাপত্তাবাহিনীকে হামলার আশঙ্কার কথা জানিয়ে গোয়েন্দা সংস্থার তরফে সতর্ক করা হয়েছিল। বারণ করা হয়েছিল কোনও রকম যানবাহন ব্যবহারেও। সেই সাবধানবাণী উপেক্ষারই কি মাসুল গুনতে হল ৯ সিআরপিএফ জওয়ানকে? উঠছে প্রশ্ন। যদি সেই সাবধানবাণী শোনা হত, তাহলে হয়তো এই হামলা এড়ানো যেত!


গোপন সূত্রে গোয়েন্দাদের কাছে খবর এসেছিল, ওই এলাকায় মাওবাদীরা ফের সক্রিয় হয়েছে। এমনকি একথাও বলা হয়, সিআরপিএফ ছাউনির আশপাশের এলাকা রেকি করাও হয়েছিল।য়দিও সেই সতর্কবার্তা উপেক্ষাই করা হয়।

প্রসঙ্গত, মঙ্গলবার আইইডি বিস্ফোরণে সিআরপিএফ-এর ২১২ নম্বর ব্যাটেলিয়নের ৯ জওয়ান শহীদ হয়। সেই সময় নিরাপত্তাবাহিনীর কর্মীরা, কিস্তারামের জঙ্গলে তল্লাশি অভিযান চালাচ্ছিল। ওই সময়ই আইইডি বিস্ফোরণটি ঘটে। মাওবাদীরা প্রচুর পরিমাণের বিস্ফোরক ব্যবহার করেছে সিআরপিএফ-এর গাড়িটি উড়িয়ে দিতে। গত বছর এমনই এক হামলায় প্রায় বারো জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছিল সুকমা জেলায়।