তিরুঅনন্তপুরম: ৫১ বছরের এক মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল কেরলের কংগ্রেস বিধায়ক এম ভিনসেন্টকে। বিধায়কদের হস্টেলে ৩ ঘণ্টা ধরে জেরার পর তাঁকে গ্রেফতার করা হয়েছে।
বিধায়কদের হস্টেল থেকে একজন বিধায়ককে গ্রেফতার করতে হলে বিধানসভার স্পিকারের অনুমতি প্রয়োজন। পুলিশের তদন্তকারী দলের শুধু তাঁকে হস্টেলে জেরা করার অনুমতি ছিল। তাই পুলিশ তাঁকে তাদের সঙ্গে পেরুরকাদা এলাকার পুলিশ ক্লাবে যাওয়ার অনুরোধ করে। বিধায়ক নিজের গাড়ি করে পুলিশের গাড়ির সঙ্গে চলেন। সেখান থেকে তাঁকে পুলিশের গাড়িতে নিয়ে যাওয়া হয় পুলিশের সদর দফতরে। তারপর তাঁকে গ্রেফতার করা হয়।
যে মহিলা ভিনসেন্টের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন তিনি বলরামাপুরমের বাসিন্দা। বিধায়ক তাঁর এলাকাতেই থাকেন। তাঁর অভিযোগ, আগে কোনও এক বিষয়ে তিনি ও তাঁর স্বামী বিধায়কের দ্বারস্থ হয়েছিলেন। তারপর থেকেই বিধায়ক তাঁকে তাড়া করে চলেন। শেষমেষ তাঁকে আটকে ফেলে ধর্ষণ করা হয়। বুধবার ঘুমের ওষুধ খেয়ে ওই মহিলা আত্মহত্যার চেষ্টা করেন। এরপরই পুলিশ বিধায়কের বিরুদ্ধে মামলা দায়ের করে।
ভিনসেন্টের অবশ্য দাবি, স্থানীয় সিপিএম নেতৃত্ব ষড়যন্ত্র করে তাঁকে ফাঁসিয়েছে। এই ষড়যন্ত্রের দিকটি খতিয়ে দেখার জন্য পুলিশে নালিশও করেছেন তিনি।
৫১ বছরের মহিলাকে যৌন নিগ্রহ, গ্রেফতার কংগ্রেস বিধায়ক ভিনসেন্ট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Jul 2017 05:38 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -