মুম্বই: উরি সন্ত্রাসের জেরে এ দেশে পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করার দাবিকে কেন্দ্র করে বলিউডে প্রতিবাদের ঝড় উঠলেও তাতে সায় না দেওয়ার ইঙ্গিত মিলল গায়ক শানের বক্তব্যে।


উরির হামলার পর হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেন পাক শিল্পীদের জায়গা হবে, প্রশ্ন তুলেছে রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। ইন্ডিয়ান মোশন পিকচার প্রডিউসার্স অ্যাসোসিয়েশন (ইম্পা)-ও ভারত-পাক বিরোধের অবসান না হওয়া পর্যন্ত এ দেশে সীমান্তের ওপারের কলাকুশলীদের কাজের পারমিট দেওয়া বন্ধ রাখার আর্জি জানিয়েছে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। কার্যত তাতে সায় দিয়েই শান বলেছেন, ওদের নিষিদ্ধ করা হয়েছে। আমি এটা সমর্থন করি। যা-ই বলা হোক, দু দেশের মধ্যে শিল্পীদের আসা যাওয়ার বিষয়টা কার্যত একতরফাই হচ্ছে। সুতরাং এই সিদ্ধান্তের ফলে ওদের খুব বেশি মিস করার ব্যাপার নেই।