মুম্বই: এখন অনেকটাই ভাল আছেন শাবানা আজমি। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিন হাসপাতালের তরফে চিকিৎসক সন্তোষ শেট্টি জানিয়েছেন, চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। এখন তাঁর অবস্থা অনেকটাই স্থিতিশীল। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। শনিবার দুপুরে মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম হন প্রবীণ বলিউড অভিনেত্রী। অভিনেত্রীর গাড়ির সঙ্গে ধাক্কা লাগে একটি ট্রাকের। জানা গিয়েছে, পেছন থেকে এসে চলন্ত ট্রাকে ধাক্কা মারে অভিনেত্রীর গাড়ি। প্রথমে তাঁকে এমজিএম হাসপাতালে ভর্তি করা হয়। পরে, তাঁকে মুম্বইয়ের কোকিলাবেন অম্বানি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শাবানা আজমিকে হাসপাতালে দেখতে যান বলিউডের একাধিক সেলিব্রিটিরা। হাসপাতালে যান অনিল কপূর, তব্বু। দেখতে যান শিল্পপতি অনিল অম্বানি ও তাঁর স্ত্রী টিনা। দেখতে যান অভিনেতা-পরিচালক সতীশ কৌশিকও। শাবানার ছেলে ফারহানের বান্ধবী শিবানী ডান্ডেকরও। এদিকে, এই ঘটনায় ট্রাক চালকের অভিযোগের ভিত্তিতে শাবানা আজমির গাড়ির চালক অমলেশ যোগেন্দ্র কামাতের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগ আনা হয়েছে।
সড়ক দুর্ঘটনায় আহত শাবানা আজমি: ‘অনেকটাই ভাল আছেন অভিনেত্রী,’ জানাল হাসপাতাল
Web Desk, ABP Ananda | 19 Jan 2020 10:30 AM (IST)