তিনি লেখেন, কংগ্রেস, পাকিস্তানের বিস্ময়কর টেলিপ্যাথি আছে। গতকাল পাক সরকারের টিপু সুলতানকে মনে পড়ল, যার জন্মবার্ষিকী কর্নাটকের কংগ্রেস সরকার ধুমধাম করে পালন করে। আবার আজ মনিশঙ্কর আয়ারও মহম্মদ আলি জিন্নার প্রশংসা করলেন। গুজরাত বা কর্নাটক, যেখানকারই ভোট হোক, কেন যে কংগ্রেস পাকিস্তানকে জড়িয়ে নেয়, বুঝি না।
গত বছর গুজরাত ভোটের সময় পাকিস্তানি কর্তাব্যক্তিদের সঙ্গে কংগ্রেস নেতাদের বৈঠকের উল্লেখ করেন তিনি। লেখেন, গুজরাত ভোটের সময় আমরা দেখেছি, বিজেপিকে হারাতে শীর্ষ পাক অফিসারদের সঙ্গে কংগ্রেস নেতারা ডিনার বৈঠক করেছিলেন। আবার এখন টিপু সুলতান আর জিন্নার প্রতি পরস্পরের ভালবাসা দেখা যাচ্ছে। কংগ্রেসকে বলব, আমাদের ঘরোয়া ব্যাপারে পাকিস্তানকে টানবেন না। বিষয়টাকে শোভন রাখা উচিত।
কংগ্রেস অবশ্য বিজেপির তোলা ওই অভিযোগ নাকচ করেছিল। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপি নেতারা দাবি করেছিলেন, ভোটারদের ধর্মীয় লাইনে বিভাজিত করতে কংগ্রেস ইচ্ছা করে পাকিস্তানকে টেনে আনছে।
কর্নাটকে টিপুর জন্মবার্ষিকী পালনেও প্রবল বিরোধিতা করে বিজেপি বলেছিল, টিপু হিন্দুদের ওপর অত্যাচার করেছিলেন।