সেটি বিক্ষোভরত কয়েকজনকে পুলিশের পাকড়াও করে নিয়ে যাওয়ার বলে জানিয়ে একটি ভিডিও ট্যুইটে পোস্ট করে তারা লেখে, এই হল কংগ্রেস-জেডি(এস) শাসিত রাজ্যে গণতন্ত্রের আসল চেহারা। সম্পূর্ণ একনায়কতন্ত্র চলছে। নাগরিকদের মতামত প্রকাশের স্বাধীনতা খর্বিত হচ্ছে। প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক সি টি রবি ট্যুইট করে দাবি করেন, রাহুল গাঁধী বেঙ্গালুরুর মান্যতা পার্কে রাহুল গাঁধী গেলে যে তথ্যপ্রযুক্তি কর্মীরা ‘মোদি মোদি’ স্লোগান দেন, তাঁদের আক্রমণ করে কংগ্রেস কর্মীরা।
আজ সেই আক্রমণের রেশ বজায় রেখে বিজেপি সভাপতিও রাহুলকে বলেন, যে তরুণ প্রজন্ম দেশকে ভবিষ্যতের দিশা দেখায়, তাদের দমনপীড়ন বন্ধ করুন। ট্যুইটে রাজ্য বিজেপির ভিডিও ট্যাগ করে প্রশ্ন করেন, টুকরে টুকরে বাহিনীর গলা জড়িয়ে ধরছেন, আর মোদির হয়ে শান্তিপূর্ণ ভাবে স্লোগান দেওয়ায় যুবকদের গ্রেফতার করা হচ্ছে! মুক্ত মতপ্রকাশের প্রবক্তারা আজ কোথায়। কংগ্রেসের যুবরাজের জানা উচিত, তরুণ প্রজন্মের দেখানো পথেই সময় এগিয়ে চলে। ভারতের যুবসমাজের কণ্ঠরোধ করা বন্ধ করুন, যারা আপনাদের ব্র্যান্ডের রাজনীতি প্রত্যাখ্যান করেছে।